প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ২:০১ অপরাহ্ণ
চলতি অর্থ বছরে প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথমার্ধে দেশের রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ। এতে এক বছর আগের একই সময়ের রফতানি আয় ২১.৭৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলারে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের ডিসেম্বর মাসের রফতানি আয় ৩.৯৩ বিলিয়ন ডলারের তুলনায় চলতি অর্থবছরের ডিসেম্বরে বাংলাদেশের রফতানি আয় ১৭.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার।
রফতানিতে সবচেয়ে বড় অবদানকারী পোশাক খাত, জুলাই-ডিসেম্বরে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলার।
অন্যান্য প্রধান খাত যেমন- চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল,হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্যও এই সময়ের মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.