শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: ডা. জাহিদ হোসেন

নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: ডা. জাহিদ হোসেন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (সিলেট): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই করে আসছি। ফ্যাসিবাদের রানি শেখ হাসিনা দেশ থেকে পালালেও এখনও মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তাই, যত দ্রুত সম্ভব ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি মঙ্গলবার সিলেটে মহানগর বিএনপির সংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকারের আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। এর মাধ্যমে গণহত্যাকারিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে।’

তিনি বলেন, ‘জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা সে ইতিহাস তৈরি করেছে। এটি পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশকে লুটপাট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসর এখনও দেশে রয়ে গেছে, যারা আবারো দেশকে আক্রমণ করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

বক্তব্যের শুরুতে তিনি মরহুম মাহবুব আলী খান, খন্দকার আব্দুল মালেক ও এম সাইফুর রহমানকে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জোর দাবি জানান।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদীয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

৪৯ Views
CATEGORIES
Share This

COMMENTS