সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টোল প্লাজায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

টোল প্লাজায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের বাসের চাপায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে ৩১ ডিসেম্বর ই-মেইলে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত ২৭ ডিসেম্বর ধলেশ্বরী টোল প্লাজায় থেমে থাকা একটি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে ব্যাপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ছয়জন নিহত হন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবনধারণের অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার। তবে এক্ষেত্রে বাস মালিক, ড্রাইভার, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের চরম অবহেলার কারণেই ছয়জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নোটিশ গ্রহীতারা ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লিগ্যাল নোটিশে বলা হয় প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে ব্যাপারী পরিবহনের বাসটির ফিটনেস সনদ ছিল না। ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এছাড়া ড্রাইভার স্বীকার করেছেন তিনি ক্যানাবিস নামক মাদক সেবন করতেন। আর এটি স্পষ্ট যে বাসের ফিটনেস প্রদানকারী কর্তৃপক্ষ এবং ড্রাইভার প্রদানকারী কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে ছয়জন মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়।

অন্যদিকে, বাসের মালিক ফিটনেস বিহীন বাস রাস্তায় নামিয়ে এবং বৈধ লাইসেন্স ছাড়া ড্রাইভারকে দিয়ে বাস চালিয়ে চরম বেআইনি এবং অবহেলা করেছেন। কাজেই সবারই পারস্পারিক অবহেলার প্রতিফল এই দুর্ঘটনা, যার কারণে  ছয়জন ব্যক্তি নিহত হয়।

 

 

৩১ Views
CATEGORIES
Share This

COMMENTS