প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক আজ বিকেলে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক গ্রহণ করেছেন।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া ৪৭ লাখ ৮৮ হাজার টাকার চেক গ্রহণ করেন।
উপদেষ্টার হাতে এই অনুদানের চেক তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।
ত্রাণ উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয়ের এবং অধীনস্থ দপ্তর, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৭টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৮ কোটি ৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.