প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে বদলি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগে দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে পিওএম-দক্ষিণ বিভাগে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়। ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। আগুন নেভাতে সেখানে মোট ১৯টি ইউনিট কাজ করে । এছাড়া আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।
আগুন লাগার কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.