সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগামী ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপদেষ্টা আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দিকনির্দেশনামূলক এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

১৭ Views
CATEGORIES
Share This

COMMENTS