সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করবে সংস্কার কমিশন

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করবে সংস্কার কমিশন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিভিন্ন সময়ে অংশীজনদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ সংস্কার করার লক্ষ্যে আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ নানা বিষয় অন্তর্ভুক্ত করে খসড়া সুপারিশ প্রস্তুত করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

বিচার বিভাগ সংস্কার কমিশন সূত্রে জানা যায়, আগামী জানুয়ারির ৩ তারিখ কমিশনের কাজের জন্য সময় বেঁধে দেয়া হয়। বেঁধে দেয়া সময়ের শেষ কার্যদিবস ধরে কিছু সুপারিশের খসড়া প্রস্তুত করা হচ্ছে।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, এ খসড়ায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়া, নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও অপসারণের বিধি ইত্যাদি বিষয়ে সুপারিশ করা হয়েছে।

সেই সঙ্গে, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের বিকেন্দ্রীকরণ অর্থাৎ বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বিভাগ ও উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালতের সংখ্যা বৃদ্ধির সুপারিশ রাখা হয়েছে।

এর বাইরে আইনজীবী নিয়োগ পরীক্ষার সিলেবাসে সংশোধনীসহ কিছু প্রয়োজনীয় আইনের অন্তর্ভুক্তি ও সিলেবাস সম্প্রসারণ, বার কাউন্সিল কর্তৃক আইনজীবী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন ও নতুনভাবে নিয়োগকৃত আইনজীবীদের ছয় মাস মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা, বার কাউন্সিল অর্ডার ১৯৭২ সংস্কার, এনরোলমেন্ট কমিটির সদস্যপদ বৃদ্ধি বিষয়েও সুপারিশ রাখা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যক্রম সম্প্রসারণ, বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন, মামলা জট কমানোর জন্য দেওয়ানী কার্যবিধি সংস্কারের বিষয়েও সুপারিশ রাখা হয়েছে বলে বলা হয়।

কমিশনের সূত্রে জানা যায়, সরকার চাইলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করতে পারেন। তবে এ বিষয়ে এখনই কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

প্রায় শতকরা আশি ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করা হলে সরকারের হাতে সুপারিশগুলো তুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়।

৫৩ Views
CATEGORIES
Share This

COMMENTS