সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন দপ্তর-সংস্থার মাঠপর্যায়ের অফিসে ‘অগ্নি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা’ বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সেবা শাখা) সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক চিঠি থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।

এ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ আওতাধীন সব দপ্তর ও অফিসে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তর ও সংস্থার প্রধানকে জানানো যাচ্ছে যে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে আপনার দপ্তরে  প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। আপনার সংস্থায় অনতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ এবং ভবনের জন্য জনচলচাল স্থান উন্মুক্ত করা, সিঁড়ি চলাচল উপযোগী করা এবং অগ্নিনির্বাপন সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসব কাজে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

৭০ Views
CATEGORIES
Share This

COMMENTS