সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ ও পুরস্কার প্রদান

বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ ও পুরস্কার প্রদান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ২০২৪ ছয়জনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়

শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠনসুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ২০২৪ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার হলোসাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪ এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়

বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ২০২৪ প্রাপ্তরা হচ্ছেন– মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), . ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা),  শহিদুল আলম (শিল্পকলা) শম্ভু আচার্য (শিল্পকলা)

সদ্য প্রয়াত অনুবাদক গবেষক মোহাম্মদ হারুনউররশিদসাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার২০২৪’, প্রাবন্ধিকগবেষক . ওয়াকিল আহমদসাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার২০২৪’, শিশুসাহিত্যিক আবু সালেহকবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার২০২৪’, নাট্যজন নায়লা আজাদঅধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার২০২৪’, কথাসাহিত্যিক নাসিমা আনিসআবু রুশ্দ সাহিত্য পুরস্কার২০২৪’, কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার২০২৪এবং কথাসাহিত্যিক সুমন মজুমদার অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিতরাইমঙ্গলউপন্যাসের জন্যরাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার২০২৪’- ভূষিত হয়েছেন

পুরস্কার ফেলোশিপপ্রাপ্ত গুণীজণদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননাস্মারক ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে একাডেমির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বক্তৃতা করেন

সারাদেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ঘোষণা করা হয়

বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন একাডেমির উপপরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, . সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) . মাহবুবা রহমান

৯৩ Views
CATEGORIES
Share This

COMMENTS