প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বেড়েছে দেড় মাস

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা দেড় মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে তা একবার বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। এখন তা আবার বেড়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার অতিরিক্ত সচিব আলেয়া আক্তার স্বাক্ষরিত আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।'
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.