প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:০৫ অপরাহ্ণ
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): কূটনৈতিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আজ ‘ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড’র উদ্বোধনী অনুষ্ঠানে এর তিন সদস্যকে পেশাদদারীত্বের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং বৈদেশিক বিষয়ক প্রতিবেদনে অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড দিয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ডিক্যাবের এ উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে এই ধরনের স্বীকৃতি ভবিষ্যতে কূটনৈতিক প্রতিবেদকদের অনুপ্রাণিত করবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিবেদক মিজানুর রহমান; টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙা টিভি’র সিনিয়র রিপোর্টার মো. মাশরেকুল ইসলাম (মাশরেক রাহাত) এবং অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের কূটনৈতিক প্রতিবেদক মো. নজরুল ইসলাম। ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলমও সভায় বক্তব্য রাখেন।
পুরস্কারের জুরি ছিলেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং ডিজিটালি রাইট’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.