প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:০২ অপরাহ্ণ
হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন।
পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির অধীনে তার চাকুরি ন্যস্ত থাকবে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়েছে।
এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এদিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জে.ডি.এস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে এলএলএম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.