প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:২১ অপরাহ্ণ
ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ড : ৪ জন গ্রেপ্তার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (বান্দরবান): মঙ্গলবার বান্দরবানের ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লামা উপজেলার সরই তংগোঝিরি পূর্ব-বেতছড়া এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়। পাড়ায় গির্জা না থাকায় বড়দিন উদযাপনের জন্য তংগোঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলো পাড়ার লোকজন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাড়াবাসীর। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), তংগোঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) ও মো. ইব্রাহিম (৬৫)।
অগ্নিকাণ্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লামা থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসারি করে একটি মামলা দায়ের করেন গঙ্গা মনি ত্রিপুরা নামে এক ব্যক্তি। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার আসামিদের মধ্যে ৪ জনকে আটক করে লামা থানায় নিয়ে আসে পুলিশ। আসামিদের মধ্যে একজন বাঙালি ও ৩ জন ত্রিপুরা।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.