প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ
ভারতে অবৈধ্য অনুপ্রবেশকালে বিরামপুর সীমান্তে আটক-২

স্টাফ রিপোটার : বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে ভারতে অবৈধ্য অনুপ্রবেশকালে ২৯বিজিবি টহলদল ২জনকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। ২৫ ডিসেম্বর (বুধবার) পুলিশ আটককৃতদের দিনাজপুর পুলিশ কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে।
সূত্র জানিয়েছেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫) মঙ্গলবার বিকেলে বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
এসময় টহল বিজিবি তাদের ২৯৬নং পিলারের ৪০০গজ এলাকার মধ্যে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আটককৃতরা গার্মেন্টস কর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে অবৈধ ভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের নামে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের হয়েছে ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.