প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ
বড়দিনে রমনা পার্কে মানুষের ঢল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বড়দিনের ছুটিতে রাজধানীর রমনা পার্কে দর্শনার্থীদের ঢল নেমেছে। শহরের যান্ত্রিক জীবন থেকে স্বস্তি পেতে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্রে এসেছেন অসংখ্য মানুষ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রমনা পার্কে গিয়ে দেখা গেছে, শিশু চত্বরে অনেক ভিড়। শিশুরা খেলাধুল করছে। তাদের সঙ্গে আছেন অভিভাবকরা।
শ্যামপুর থেকে পরিবার নিয়ে রমনা পার্কে ঘুরতে আসা আরিফুর রহমান সজিব বলেছেন, “বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। অফিসে যাওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হই, রাতে বাসায় ফিরি। পরিবারকে তেমন সময় দিতে পারি না। পরিবারের সদস্যদের নিয়ে আজ রমনায় ঘুরতে এসেছি। বেশ ভালো লাগছে। সন্তানরা আনন্দ পাচ্ছে। অল্প আয়ের মানুষের বিনোদনের খোরাক যোগায় রমনা পার্ক।”
কেরানীগঞ্জের খেুজরবাগ থেকে এসেছেন ঝরনা ও সোহাগ। তারা বলেন, “গত বছর আমাদের বিয়ে হয়েছে। সামর্থ্য না থাকায় ভালো কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি। আজ বড়দিন উদযাপন করতে রমনায় এসেছি। এখানের পরিবেশ অনেক ভালো। লেকের পানির ছোট ছোট ঢেউ আমাদের মন কেড়েছে। ঘুরে ভালোই লেগেছে।”
আট বছর বয়সী শিশু লাবিবা বলে, “রমনা পার্কে এসে খুব ভালো লাগছে। অনেকগুলো রাইড আছে। সব মিলিয়ে আনন্দ পেয়েছি।”
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.