সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

গাজীপুরে ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (গাজীপুর): গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতবাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ি এলাকায় এম এম গার্মেন্টস’র বিপরীত পাশে মাজার সংলগ্ন শহিদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

এ সময় আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ি ও চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

পরে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায়  ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৮২ Views
CATEGORIES
Share This

COMMENTS