প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য খেলাফত মজলিসের প্রতিনিধি দল গুলশানে এসেছিলেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সকলেই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.