শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের উদ্বোধন

স্টাফ রিপোটার :  দিনাজপুরের নবাবগঞ্জে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আনুষ্ঠানিক ভাবে ভোটারদের হাতে এ স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট(সার্বিক) জানে আলম।
এ সময় রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মাদ আজিজুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার(বিরামপুর সার্কেল) মঞ্জুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রাফিদ মোস্তফা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৯টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৫৮ হাজার ৫২ জন ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে।

১৮৪ Views
CATEGORIES
Share This