সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দ্বিতীয় দল হিসেবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো।

আজ টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা মেট্রো। আগামী ২৪ ডিসেম্বর ফাইনালের মঞ্চে রংপুর বিভাগের মুখোমুখি হবে মেট্রো। প্রথম কোয়ালিফাইয়ারে মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পায় রংপুর।

টুর্নামেন্টের এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠেছিলো খুলনা। আর প্রথম কোয়ালিফাইয়ারে রংপুরের কাছে হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলতে হয়েছে মেট্রোকে।

দ্বিতীয় কোয়ালিফাইয়ার জিতলেই ফাইনাল নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো।

ঢাকা মেট্রোকে ২৭ বলে ৪০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ইমনানুজ্জামান ও অধিনায়ক নাইম শেখ। জুটিতে ১টি করে চার-ছক্কায় ১০ বলে ১৪ রান করে বিদায় নেন ইমরানুজ্জামান।

প্রথম উইকেট পতনের পর মেট্রোর ইনিংসে ব্যাটিং ধস নামান অফ-স্পিনার শেখ পারভেজ জীবন ও পেসার মেহেদি হাসান রানা। ২৫ রানের ব্যবধানে ৫ ব্যাটারকে হারিয়ে ৬ উইকেটে ৬৮ রানে পরিণত হয় মেট্রো। এসময় জীবন ও রানা ২টি করে উইকেট নেন। মেট্রোর তিন থেকে সাত নম্বর ব্যাটারের কেউই, দুই অংকের দেখা পাননি।

এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রেখে আসরের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন নাইম। দলের রান ১শ পার হবার আগেই জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন নাইম। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৫৭ রান করেন নাইম।

নাইম ফেরার পর শেষ দিকে শহিদুল ইসলামের ১৯ বলে ১৬ এবং রাকিবুল হাসানের ৮ বলে অপরাজিত ৮ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রানের মামুলি সংগ্রহ পায় মেট্রো। খুলনার জীবন, রানা ও মাসুম খান টুটুল ২টি করে উইকেট নেন। ১ উইকেট নেন আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজ।

জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় খুলনা বিভাগ। রানের খাতা খোলার আগেই মেট্রোর বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আজিজুল হাকিম ও ইমরুল কায়েস।

দ্বিতীয় ওভারে রান আউটের ফাঁদে পড়ে ১ রানে আউট হন মোহাম্মদ মিথুন। ৩ রানে ২ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে খুলনা। দলকে চাপমুক্ত করতে চতুর্থ উইকেটে ২১ রানের জুটি গড়েন ওপেনার এনামুল হক ও অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩টি চারে ১৬ রান করা এনামুলকে শিকার করে মেট্রেুাকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মোসাদ্দেক হোসেন।

এনামুলের আউটের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে খুলনা। বড় জুটি বা ব্যাটাররা বড় স্কোর না পাওয়ায় ১৭.৪ ওভারে ৮১ রানে অলআউট হয় খুলনা।

নুরুলের ১৮ বলে ২২ রানের পর জীবনের ১৫ ও টুটুলের ১৬ রানেও হার এড়াতে পারেনি খুলনা। মোসাদ্দেক ১৩ রানে ৩টি, রাকিবুল ও মারুফ মৃধা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রাকিবুল।

Views
CATEGORIES
Share This

COMMENTS