প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:১৩ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন এবং দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে সাতজন এবং রংপুর বিভাগে একজন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৫৬৭ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১ লাখ ১৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.