প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
২৮ ডিসেম্বরের মধ্যে হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াল্লেম নির্বাচন করতে হবে
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াল্লেম নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে এসকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহ বরাবর পাঠানো এ পত্রে বলা হয়েছে- ‘রাজকীয় সৌদি সরকার ২০২৫ সনের হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজীর কোটা ২ হাজার জন নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সি প্রতি হাজীর সংখ্যা সর্বনিম্ন ১ হাজার জন নির্ধারণ করেছে।
এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সনে অনুমোদিত হজ এজেন্সিসমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন।
বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয়পূর্বক সমন্বয়কারী এজেন্সিসমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সনের হজ প্যাকেজ ও গাইডলাইনে এ বিষয়ে নির্দেশনা রয়েছে।’
এতে আরো উল্লেখ্য করা হয়েছে- সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি থেকে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ পাঠাবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকেটের অর্থ এয়ারলাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.