প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
বিরামপুরে মাসব্যাপী বস্ত্র, হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় বিরামপুরের শহীদ মিনার চত্বরে বস্ত্র , হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার শুভ উদ্বোধন হয়েছে। মেলাটির শুভ উদ্বোধন করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরিন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর-ই এলাহী রুবেল চৌধূরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু ।
মেলা উদযাপন কমিটির আহবায়ক জোবাইদুল হক জুয়েল ও যুগ্ম আহবায়ক নূরে আলম জানান, দর্শনার্থীরা মেলায় তাদের সন্তানদের বিনোদনের জন্য সুন্দর পরিবেশ পাবে এবং সুলভে পন্য ক্রয় করতে পারবেন। মাসব্যাপী মেলাটি সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.