প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
দিনাজপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ১৬ ডিসেম্বর, সোমবার, সকাল সাড়ে ১১ টায়, দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সেনাবাহিনী দিনাজপুরের ক্যাম্প কমান্ডার মেজর তানভীর, সাবেক বিভাগীয় কমিশনার আলহাজ্ব আজির উদ্দিন আহমেদ, জেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ:সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুদরত এ খুদা। শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।#
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.