মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতিবাজদের বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: বিচারপতি রউফ

দুর্নীতিবাজদের বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: বিচারপতি রউফ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, দুর্নীতিবাজদের বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে না পারলে গণতন্ত্র বিকশিত হবে না।

আজ শনিবার বিকেলে উত্তরার লাভলীন কনভেনশন হলে দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অ্যাডভোকেট হুমায়ন কবিরের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, ড. আব্দুল হক তালুকদার, উইং কমান্ডার (অবঃ) আমিনুল ইসলাম, লেঃ কর্নেল (অবঃ) খন্দকার ফরিদুল আকবর, পারভীন নাসের খান ভাসানীসহ অনেকে বক্তব্য দেন।

বিচারপতি আবদুর রউফ আরও বলেন, দুর্নীতবাজদের বিরুদ্ধে সমাজের সৎ ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলনই দুর্নীতি বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ, তাই মানব কল্যাণে দুর্নীতি বন্ধ করতে ও সমাজের কল্যাণ করতে সবাইকে আত্মনিয়োগ করতে এগিয়ে আসতে হবে।

১৩ Views
CATEGORIES
Share This

COMMENTS