প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতিকে কয়েকজন বিচারপতির তথ্য পাঠিয়েছে জুডিশিয়াল কাউন্সিল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নিউজ আপডেটে উল্লেখ করা হয়েছে যে, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে পাঠিয়েছে।’
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনীর ‘রিভিউ’ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে গত ২০ অক্টোবর রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বাতিল হওয়া ২ থেকে ৮ উপ-অনুচ্ছেদ পুনর্বহাল (রিস্টোর) করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ঐতিহাসিক রায় দেন। ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল হয় এবং বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফেরত আসে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.