প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা-আরিচা রুটের যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এই রুটে চলাচলকারী যানবাহনকে ঢাকা থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত এলাকা পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
আজ রবিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাগণ, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।
এ উপলক্ষে আজ দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন শ্রেণির যানবাহনকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করা হয়।
বিকল্প সড়ক হিসেবে ডিএমপি নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে:
১। গাবতলী হতে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
২। কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং হতে ডানে টার্ন করে মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।
৩। আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।
৪। টাঙ্গাইল হতে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।
অনুষ্ঠানসমূহ চলাকালীন নাগরিকরা পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ জানিয়ে ডিএমপি কর্তৃপক্ষ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকরা সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানায়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.