প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
বিরামপুরে উপজেলা প্রশাসন ও নারী দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোটা্র : বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ৯ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।
১২টায় উপজেলা চত্বরে জাতীয় ও দূদক পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি)নাজিয়া নওরিন, থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কমকতা ডা: বিপুল কুমার চক্রবতী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুনা লায়লা, উপজেলা আইসিটি অফিসার পাপিয়া নাছরীন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ্ আলম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাদশা নাজ্জাশী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান, সদস্য মাহমুদুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও আরমান আলী প্রমূখ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.