প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ১:০১ অপরাহ্ণ
সাফ জয়ী নারী ফুটবল দলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সংবর্ধনা
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ সকলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে ওয়াচে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পি এসোসিয়েশনের পক্ষ হতে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।
গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিশাল এই অর্জনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুইজন কৃতী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলরক্ষক মনোনীত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সাথে সাফ চ্যাম্পিয়নশীপে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.