প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সাথে স্পিনে আছেন রিশাদ হোসেন। পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও নাহিদ রানা।
একাদশে চার পেসার ও দুই স্পিনার রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। গুডাকেশ মোটির সাথে স্পিনে আছেন রোস্টন চেজ। পেস আক্রমনে থাকছেন আলজারি জোসেফ, জেইডেন সিলেস, রোমিরিও শেফার্ড ও জাস্টিন গ্রেভস।
এখন পর্যন্ত ৪৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সমান ২১টি ম্যাচ জিতেছে দু’দল। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশের একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.