শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি: বিএসএফ প্রধান

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি: বিএসএফ প্রধান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বেআইনিভাবে কেউ ভারতে অনুপ্রবেশ করেনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এক্ষেত্রে বিএসএফকে সহযোগিতা করছে।

শনিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ-এর ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলজিৎ সিং চৌধুরী বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশ থেকে যারাই ভারতে এসেছে, তারা বৈধ ভিসা নিয়েই সীমান্ত পার করেছে। প্রাথমিকভাবে সীমান্তে অনেকেই ভিড় করেছিল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার জন্যে। তবে বিএসএফের তৎপরতা এবং বিজিবির সঙ্গে আমাদের বোঝাপড়ার জন্যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটেনি।

৬২ Views
CATEGORIES
Share This

COMMENTS