প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
আগামী বছর রাজনৈতিক সরকার দেখা যেতে পারে: শিক্ষা উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): আগামী বছরেই রাজনৈতিক সরকার দেখা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেছেন, “আমরা খুব স্বল্পকালীন সরকার। আগামী বছরেই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না, আসলে কী হবে। আগামী বছরেই হয়ত আমরা রাজনৈতিক সরকার দেখতে পাব।”
শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে এসব কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।”
ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন,“উন্নত দেশগুলো থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।”
কনফারেন্সে মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক।
ইন্দরমিত এস গিল বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।”
আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.