প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণ
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুইদা প্রদেশে ‘পুনরায় সেনা মোতায়েন’

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশে পুনরায় সেনা মোতায়েন করছে।
সরকারি বাহিনী দামেস্কের দারা প্রদেশের বেশিরভাগ নিয়ন্ত্রণ হারিয়েছে বলে একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্ট করার পর এই সেনা মোতায়েন করা হলো।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়ছে, প্রদেশটির সিরিয়ায় ২০১১ সালের বিদ্রোহের মূল কেন্দ্র।
সেনা ও সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসবাদীরা দূরবর্তী সেনা চৌকিতে হামলার পর দারা ও সুইদাতে আমাদের বাহিনী পুনরায় অবস্থান নিচ্ছে এবং নিরাপত্তা বেষ্টনী স্থাপন করছে।’
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.