সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ

দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দক্ষিণ চীনের শহর শেনজেনে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে একটি গুহা ধসে ১৩ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এএফপি এ খবর জানায়।

বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি “হঠাৎ ভেঙে পড়ে”।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছিল এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, কর্তৃপক্ষ আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

শহরের কর্মকর্তাদেরদের মতে, উদ্ধার প্রচেষ্টার জন্য বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি প্রধান এক্সপ্রেসওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২২ সালে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে জিয়াংমেনের সাথে সংযোগকারী রেলপথের নির্মাণকাজ শুরু হয়।

৪৩ Views
CATEGORIES
Share This

COMMENTS