মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ অপরাহ্নে সচিবালয়ে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করেন এবং ঢাকা-টোকিও বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টেরে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কাওয়াই হিরোশি উপস্থিত ছিলেন।

১২৭ Views
CATEGORIES
Share This

COMMENTS