মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ঢাকা মেট্রােপলিটন পুলিশ (ডিএমপি)  কমিশনার  শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে  মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাশের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিষ্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এফবিআই’র মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা হয়।

৮১ Views
CATEGORIES
Share This

COMMENTS