মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ও আর্জেন্টিনার বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধানে আলোচনা

বাংলাদেশ ও আর্জেন্টিনার বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধানে আলোচনা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধান এবং দেশ দু’টিতে সহযোগিতা বাড়ানোর সম্ভাব্য উপায়গুলো নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা গতকাল বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময়ে তারা উক্ত বৈঠক করেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনায় তারা অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনার ওপর জোর দেন।

বাণিজ্য সুযোগের পূর্ণ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তারা।

রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বিজিএমইএ প্রশাসক ও ইপিবি’র ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন বাংলাদেশ ও আর্জেন্টিনার ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুবিধার্থে রোড শো এবং একক দেশের মেলা (সিঙ্গেল কান্ট্রি ফেয়ার) আয়োজনের ওপর জোর দেন।

তারা বলেন, এই উদ্যোগগুলোর মাধ্যমে উভয় দেশ শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম পাবে, যেখানে ব্যবসায়ীরা নতুন বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগগুলো অন্বেষণ করার সুযোগ পাবেন।

আনোয়ার হোসেন রাষ্ট্রদূত সেসাকে তৈরি পোশাক খাতে পণ্য বৈচিত্র্যকরণের ওপর বাংলাদেশের ক্রমাগতভাবে গুরুত্ব প্রদান, বিশেষ করে ম্যান-মেইড ফাইবার ব্যবহার করে উচ্চ-মূল্যের পোশাক বিভাগে যাওয়ার জন্য শিল্পের প্রয়াসগুলো অবহিত করেন। তিনি আর্জেন্টিনায় পোশাক রপ্তানি বাড়াতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

আনোয়ার হোসেন রাষ্ট্রদূতকে আর্জেন্টিনা থেকে তুলা আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে বলেন, এ ধরনের অংশীদারিত্ব উভয় দেশেকে পারস্পরিক সুবিধা এনে দেবে। এই সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে, যা দেশ দু’টির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে।

বিজিএমইএ প্রশাসক বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আর্জেন্টিনা ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজতর করার জন্য রাষ্ট্রদূতের সহায়তা কামনা করে বলেন, এটি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে সহায়তা করবে।

৪১১ Views
CATEGORIES
Share This

COMMENTS