প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ
পুরনো দামেই এলপি গ্যাস

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): ভোক্তাপর্যায়ে এ মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত থাকছে। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল এক হাজার ৪৫৫ টাকা। সেই দাম অপরিবর্তিত রেখে মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে এক হাজার ৪৫৫ টাকায়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.