প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ
লাইন এবং লেন্থ বজায় রেখে বোলিং করে সাফল্য পেয়েছেন রানা
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস বল হাতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। লাইন এবং লেন্থ বজায় রেখে বোলিং করায় সাফল্য পেয়েছেন বলে জানান তিনি।
প্রথম ইনিংসে ১৬৪ রান করা সত্বেও রানার দুর্দান্ত বোলিং নৈপুন্যে লিড পায় বাংলাদেশ। ৬১ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন রানা। এতে প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পায় বাংলাদেশ। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে এসে ইনিংসে প্রথমবারের মত ৫ উইকেট নিলেন রানা।
লিড নিয়ে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯৩ রান করেছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে টাইগাররা।
তৃতীয় দিন শেষে রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ (প্রথম পাঁচ উইকেট নেওয়ার জন্য)। আমি খুব বেশি কিছু চেষ্টা করিনি।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যাটারদের বেশি সুযোগ না দিয়ে শুধু বোলিং করার দিকে মনোনিবেশ করেছি। আমি এটাকে সহজভাবে নিয়েছি এবং বিভিন্ন পরিস্থিতিতে এখনও কিভাবে বল করতে হয় তা শেখার চেষ্টা করছি।’
রানা আরও জানান, লাইন-লেন্থ বজায় রাখা এই ধরনের পিচে সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন, ‘আমি মনে করি আপনি যদি এই উইকেটে ব্যাটারদের জায়গা না দিয়ে লাইন এবং লেন্থ বজায় রাখেন এবং উইকেট-টু-উইকেট বোলিং করেন তবে এটি আপনাকে সাফল্য এনে দিবে। ব্যাটারদের আটকে রাখতে পারলে তারা অনেক কিছু করার চেষ্টা করবে, যা তাদের জন্য নেতিবাচক এবং একজন বোলারের জন্য ইতিবাচক হতে পারে।’
তিনি আরও বলেন, ‘তাই আমি মনে করি, বেশি কিছু চেষ্টা না করে, বোলারের লাইন এবং লেন্থ বজায় রাখার চেষ্টা করা উচিত।’
বাংলাদেশ এখন টেস্ট জয়ের জন্য সুবিধাজনক অবস্থায় আছে বলে মনে করেন রানা। তার মতে, আড়াইশর কাছাকাছি লক্ষ্য ছুঁড়ে দিতে পারলে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করার সুযোগ থাকবে টাইগারদের।
রানা বলেন, ‘আমি বিশ্বাস করেছি ২৫০ এর কাছাকাছি ভালো টার্গেট হবে। আমরা যদি ২৫০ স্কোর করতে পারি তাহলে চতুর্থ দিনে ব্যাট করা কঠিন হবে ব্যাটারদের জন্য। কারণ উইকেটে বাড়তি বাউন্স থাকবে।’
পেসারদের পাশাপাশি চতুর্থ দিন স্পিনাররাও উইকেট থেকে ভালো সুবিধা পাবে বলে মনে করেন রানা, ‘চতুর্থ ইনিংসে স্পিনাররা ভালো সুযোগ পাবে। আমাদের ভালো কিছু করতে হবে।’
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.