প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ
দৃষ্টিহীন ক্রিকেট দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাদের কৃতিত্বে গোটা জাতি গর্বিত।
মঙ্গলবার মুলতানে স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোর ও মুলতানে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ আসরে অংশ নিয়েছিল ছয়টি দেশ- পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
উল্লেখ্য, ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত আগের আসরেও বাংলাদেশ রানার্স আপ হয়েছিল।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.