শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেমরায় ব্যবসায়ীকে অপহরণ করে চোখ তুলে নেওয়ায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেমরায় ব্যবসায়ীকে অপহরণ করে চোখ তুলে নেওয়ায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): রাজধানীর ডেমরা এলাকায় রাজীবুল আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনায় ২০০৯ সালে দায়ের করা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যককে দশ হাজার টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে তিন মাসের কারাভোগের আদেশও দেন আদালত।

যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত  আসামিরা হলেন-শামীম আহম্মেদ বিজয়, দ্বীন ইসলাম, মো. ইকবাল, নাসির উদ্দিন ও মো. রাজিব।

এছাড়াও মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে বেকসুর খালাস দেন আদালত। এরা হলেন-রিপন, রাশেদ, তপন ও রাসেল ।

এ  মামলার প্রধান আসামি রুবেল ২০১০ সালের ১৬ মার্চ র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।

মামলার অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে ২০০৮ সালের ২৭ নভেম্বর রাতে পৌনে ভুক্তভোগীকে ডেমরার বোর্ড মিল এলাকা থেকে তুলে নিয়ে যায়। পার্শ্ববর্তী একটি ফাঁকা স্থানে নিয়ে তার হাত পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে, এবং ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ উপড়ে তাকে ফেলে রেখে যায়।

এই ঘটনায় পরের দিন রাজীবুলের বাবা শাহ আলম বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন করেন।

মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা থানার পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী দশ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।  ২০১১ সালের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলাটি বিচার চলাকালীন সময়ে  ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য প্রদান করেন।

৩৬ Views
CATEGORIES
Share This

COMMENTS