প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১:১৬ অপরাহ্ণ
আমরা নির্যাতন মুক্ত সমাজ ও সুন্দর দেশ গড়তে চাই : শারমীন এস মুরশিদ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন করা এখন সময়ের দাবি। আমরা নির্যাতন মুক্ত একটি সুন্দর সমাজ এবং দেশ গড়তে চাই।
আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ পালন উপলক্ষে এক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে রোববার একটি র্যালি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ৪০ শতাংশ নারী সহিংসতার শিকার হচ্ছেন। এ সহিংসতা দূর করতে হবে, নজরদারি বাড়াতে হবে। একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে হবে। এজন্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি।’ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে ১০ ডিসেম্বর।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মন্ত্রণালয়াধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন নারী সংগঠন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও এনজিও সমূহের সমন্বয়ে এ র্যালি অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.