প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
দুদকের মামলায় বেকসুর খালাস পেলেন ড. খন্দকার মোশাররফ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
আজ খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করে এ রায় ঘোষণা করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.