প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ
দেশের অর্থনীতির ভীত মজবুত করতে আয়কর প্রদানকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সিকৃবি উপাচার্য

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির ভীত মজবুত করতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আজ সকালে সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অডিটিং এ্যান্ড ট্যাক্সেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে ‘অডিটিং এ্যান্ড ট্যাক্সেশন’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.