
বিরামপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) নাজিয়া নওরীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, ইউএইচও ডা. গোলাম রসুল রাখি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হুমায়ুন কবীর বাদশা, আ: রাজ্জাক মন্ডল ,আবুল কালাম ও মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল, আনসার ভিডিপি অফিসার তাহেরা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
২৫৮ Views