প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার সকালে ডিএমপির শাহবাগ থানা ও এর আশেপাশের এলাকা আকস্মিক পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিএমপি কমিশনার দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর ডিএমপি কমিশনার ডিএমপি হেডকোয়ার্টার্সের নিচতলায় অবস্থিত ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়ানস্টপ সার্ভিস’ শাখায় আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।
এছাড়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতা আছে কিনা তার খোঁজ নেন। একই সাথে তিনি উক্ত শাখায় কর্তরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে ও দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.