সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড

গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এসময় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর পুলিশের একটি বিশেষ টিম মামুনকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা গেছে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম।

আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে রাত ৯টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়।

এসময় সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৪০ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৮৩ Views
CATEGORIES
Share This

COMMENTS