সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর ফার্মগেটে বহুতল ভবনের বেসমেন্টে অগ্নিকান্ড

রাজধানীর ফার্মগেটে বহুতল ভবনের বেসমেন্টে অগ্নিকান্ড

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের কাছে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের(এফএসসিএফ) এক কর্মকর্তা জানান, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাততলা মানসী প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। বিকেল ৪টা ৩৭ মিনিট পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ওই ভবনের বেজমেন্টে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা ছিল, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

১২১ Views
CATEGORIES
Share This

COMMENTS