সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা

বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে সৌহার্দ্র্য সম্প্রীতির সংযোগ বাড়াতে চাই

তিনি বলেন, ‘বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমরা এক হয়ে কাজ করবো।

রাজধানীর বনানী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, আমরা আমাদের আচারআচরণ, পোশাকপরিচ্ছদ, সংস্কৃতি, ঐতিহ্য ধারণ লালন করে যেতে চাই। তিনি বলেন, কোনো ভালো কাজের এপ্রিশিয়েশন করা, ভগবান বা দেবতাকে রাজি বা খুশি করার জন্য যে উৎসর্গ পূজা করা হয়, তার একটি অংশ হলো গারোদের এই ওয়ানগালা বা নবান্ন উৎসব। সকালে দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গের মাধ্যমে ওয়ানগালা উৎসব শুরু হয়। সময় শস্যদেবতা বা মিশি সালজংএর পূজা করেন পুরোহিত জনসন ম্রিং।

গারো সম্প্রদায় শরতের শেষে নভেম্বরডিসেম্বর মাসে ফসল কাটার সময় নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন করে থাকে। এবারের উৎসবের আরাধনা হলো সকল ব্যাধি কাটিয়ে যেন আগামী বছর অধিক ফসল উৎপাদন হয় এবং সকলের মঙ্গল শান্তি বহমান থাকে

অনুষ্ঠানে গারো শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকেজুম নৃত্য’, স্ল্যাসএন্ডবার্ন ডান্স পরিবেশন করে। ওয়ানগালা উৎসব উপলক্ষে বনানী কলেজ মাঠে ওয়ানগালা উদযাপন কমিটি গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প এবং পোশাক রকমারি তৈজসপত্র বিক্রয়ের জন্য বিভিন্ন স্টল স্থাপন করে

গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি সাগর রিছিলের সভাপতিত্বে সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিনী নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, নকমা (হেডম্যান) জনন্ত চিসিম, ঢাকা মেট্রোপলিটান ক্রিস্টিয়ান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন, টেট্রা ইঞ্জিনিয়ারিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক নকমা অন্ত ঘাগরা প্রমুখ উপস্থিত ছিলেন

১৩৫ Views
CATEGORIES
Share This

COMMENTS