
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩১ দফা কর্মসূচি তৃনমুলে ছড়িয়ে দিতে হবে : অধ্যাপক ডা. জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩১ দফা কর্মসূচি শহর থেকে গ্রাম-গঞ্জের সর্বত্র সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে। তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ফ্যাসিস্ট হায়েনা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনরত সকল নেতাকর্মী ও দলীয় সমর্থকগনকে যথাযথ স্থানে সম্মানিত করা হবে। ২২ নভেম্বর সন্ধ্যায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা:এজেডএম জাহিদ হোসেন কথাগুলো বলেন।
বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাদেক উপজেলা চেয়াররম্যান বিএনপি নেতা মকবুল রহমান গুরকি, জেলা বিএনপি’র সহ -সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরি রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, সাবেক সাধারন সম্পাদক কমর সেলিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নূরে আলম নুরা, অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
২৩৬ Views