শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সিরিয়ার পালমিরা শহরের আবাসিক ভবন ও শিল্প এলাকায় গতকাল বুধবার রাতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ৩৬ জন নিহত এবং আহত হয়েছে ৫০ জনেরও বেশি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।

 দামেস্ক থেকে এএফপি এই খবর জানায়।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রু বাহিনী পালমিরা শহরের বেশ কিছু ভবন টার্গেট করে আল-তানাফ এলাকার দিক থেকে বিমান হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় ‘৩৬ জনের প্রাণ গেছে এবং আহত হয়েছে ৫০ জনেরও বেশি’ এবং অস্ত্র গুদামের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস হয়েছে।

সিরিয়ার পর্যবেক্ষক গ্রুপ বলেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ‘নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এদিকে এই হামলার ব্যাপারে ইসরাইল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, হামলায় ২২ বিদেশি নাগরিক এবং ৭ সিরীয়সহ ৪১ জন হয়েছে। আহতদের মধ্যে ৭ বেসামরিক নাগরিকও রয়েছে।

১৭৪ Views
CATEGORIES
Share This

COMMENTS